প্রকাশিত: Tue, May 7, 2024 1:57 PM
আপডেট: Mon, May 20, 2024 8:49 AM

মানুষকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে, যাতে মানুষ আসলে নিজেকেই সবচেয়ে বড় ভাবে!

মুশফিক ওয়াদুদ : কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ থিম আল্লাহর শুকরিয়া আদায় করা। কিছু দূর পরপরই এ বিষয়ে বান্দাকে স্মরণ করিয়ে দেয়া হয়েছে। এমনকি যারা ইসলামের সঠিক পথে আছেন তাঁদের এই সঠিক পথে থাকতে পারা আল্লাহ চেয়েছেন বলেই হয়েছে এমন বলা আছে। সেজন্য শুকরিয়া আদায় করতে মুমিনকে তাগিদ দেওয়া হয়েছে। এ বিষয়টি নিয়ে যারা ইসলাম মানেন না এমন মানুষ রা মক করেন অনেকে। বলেন, সফল হলে আল্লাহর কৃতিত্ব আর ব্যর্থ হলে ব্যক্তির এটা কেমন হিসাব। 

আমি এ বিষয়টি নিয়ে অনেক ভেবেছি। বিশেষ করে আমার কৌতুহল যে আল্লাহ চাইলে সব মানুষকেই তাঁর অনুগত করতে পারতেন। সেটা করেননি। তাহলে কেন এতটা প্রশংসা করার কথা বললেন। আল্লাহ ভালো জানেন। কিন্তু অনেক ভাবনা চিন্তার পর আমার মনে হয়েছে এটা আসলে বান্দার উপকারের জন্যই। মানুষকে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যাতে মানুষ আসলে নিজেকেই সবচেয়ে বড় ভাবে এবং সৃষ্টিকে চালিয়ে নেওয়ার জন্য এটা দরকারি। যিনি সুন্দর করে কথা বলতে পারেন না তিনিও মনে মনে ভাবেন তিনি সবচেয়ে ভালো বক্তা। এমন ভাবতে না পারলে অনেকেই জীবনকে চালিয়ে নিতে পারতেন না। কিন্তু এর সাইড ইফেক্ট হচ্ছে অহংকার। এটি মানুষদের ধ্বংস করে দেয়। আল্লাহ বারবার আল্লাহর শুকরিয়া আদায় করতে বলেছেন মানুষদের অহংকার থেকে বাঁচানোর জন্য। যিনি সব কৃতিত্ব আল্লাহকে দেবেন তাঁর মনে অহংকার আসার একেবারে কোনো সম্ভাবনা নাই। লেখক: গবেষক